বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধুনটে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে একজন গ্রেপ্তার 

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে একজন গ্রেপ্তার 

বগুড়ার ধুনটে স্বাধীন সরকার (১৯) নামক এক যুবককে জিম্মিপূর্বক অপহরণ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। স্বাধীন সরকারের বাবা উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মোজাম সরকারের ছেলে মিজানুর রহমান বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ধুনট থানায় একটি এজাহার দায়ের করে। এ ঘটনায় শরিফ (২০) নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। সে উপজেলার বড়চাপড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, স্বাধীন সরকার গত সোমবার দুপুরে ব্যবসায়িক কাজে বাড়ি হতে বগুড়া যাওয়ার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বড়চাপড়া গ্রামের চিকাশী টু সোনাহাটাগামী কদমতলা নামক স্থানে পৌঁছালে বেশ কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে এবং সিএনজিযোগে অপহরণ করে সোনাহাটা বাজারের গাক অফিসের চতুর্থ তলায় নিয়ে আটকে রাখে। পরে অপহরণকারীরা স্বাধীন সরকারের বাবার কাছে মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে।

স্বাধীনের বাবা মিজানুর রহমান জানান, এ ঘটনায় আমি আমার ছেলের ২টি মোবাইল নম্বরে ৭ হাজার করে মোট ১৪ হাজার টাকা পাঠিয়ে দেই। পরে আমার ছেলে আমাকে জানায় অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে। 

এ ঘটনায় আমি উপজেলার বড়চাপড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে শরিফ, শাহজাহানের ছেলে ইসমাইল, মৃত বাচ্চুর ছেলে সাইদ, একই গ্রামের রাব্বী, সজিব, ছোট চাপড়া গ্রামের নোমান, ধামাচামা গ্রামের শিপনসহ অজ্ঞাত আরও কয়েকজন উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছি।

ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার থানা হতে আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ